নিউজ ডেস্ক: শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় এবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নোটিশ ইডির। বুধবারই রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ ইডি সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের সঙ্গে চন্দ্রনাথ সিনহার যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া নিয়োগ দুর্নীতিতে কেমন করে মন্ত্রী জড়িত তাও জানতে চায় ইডি অফিসাররা।
প্রসঙ্গত, গত সপ্তাহে বোলপুরের তৃনমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাডিতে তল্লাশি চালায় ইডি। তল্লাশির ভিত্তিতে ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় বলে দাবি তদন্তকারী সংস্থার। টানা ১৪ ঘণ্টা তল্লাশির পর বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইল। সেই মোবাইল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবার জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের মন্ত্রীকে কলকাতায় কেন্দ্রীয় সংস্থার সদর দফতরে তলব করা হল। তবে মন্ত্রী নিজে না এলেও তাঁর কোনও প্রতিনিধিকে পাঠালেও হবে বলে ইডি-র নোটিসে জানানো হয়েছে৷
উল্লেখ্য ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার কুন্তল ঘোষের কাছে পাওয়া ডায়েরিতে একশো জনেরও বেশি নাম রয়েছে। তার মধ্যেই রয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। তার পরিপ্রেক্ষিতে গত ২২ মার্চ, শুক্রবার সকাল পৌনে নটা নাগাদ ইডি আধিকারিকরা বোলপুরে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রতর পাড়ায় পৌঁছন। তিনটি গাড়ি করে আসা ইডি আধিকারিকরা এর পর বোলপুরের নিচুপট্টিতে থাকা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেন।