ভোট প্রচারে নেমে ফের বেলাগাম দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর আক্রমণের অভিযোগে দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের।
দিলীপ ঘোষ বলেন,”দিদি গোয়ায় গিয়ে বলেন গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে, আগে তো ঠিক করুন, যার তার মেয়ে হওয়া ঠিক নয়।” পাশাপাশি, আরও কটাক্ষ করেন, “দিদির পা টলছে। বাড়ির লোক-ই ধাক্কা দিয়ে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা দিয়ে ফেলে দেবে বুঝতেই পারবেন না।’
দিলীপ ঘোষের এমন মন্তব্যের পরেই চিঠি লিখে দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ জানিয়েছে তৃণমূল।
Tags: chief ministar of west bengaldilip ghoshelection commissionmamata banerjee