উত্তর প্রদেশের আগ্রা জেলায় সোমবার দোল (Holi
Celebration) খেলার সময় হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে বলে
অভিযোগ। জানা গেছে যারা
হামলা চালিয়েছে তাদের মধ্যে মহিলারাও ছিলেন। হামলার সময়
ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয় এবং হোলিকা রীতির (Holika Dahan Ritual) নামে অকথ্য গালিগালাজ করার সঙ্গে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হয়
বলে অভিযোগ। এই ঘটনায় ৩৪ জন পরিচিত
অভিযুক্তের সঙ্গে মোট ৪০ থেকে ৫০ জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে বলে এফআইআরেউল্লেখরয়েছে বলে ওপি
ইন্ডিয়া সংস্থা তাঁদের প্রতিবেদনে উল্লেখ করেছে।
https://twitter.com/pradeepkrawat1/status/1772276589482664224
জানা গেছে এই ঘটনা আগ্রা জেলার রাকাবগঞ্জ এলাকার। এখানকার এক বাসিন্দা বিশ্বজিৎ পাত্র
পুলিশে অভিযোগ জানিয়েছেন। অভিযোগে লেখা হয়েছে সোমবার
দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে কোতুলপুর এলাকার ঈদগাহ এসআর
হসপিটালের সামনে গলিতে বেশ কয়েকজন দোল খেলছিল। সেই সময় বেশ কিছু স্থানীয় মানুষ হিন্দুদের উপর হামলা চালায়। হামলার সময় আশপাশের বাড়ি থেকে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। যারা হামলা চালিয়েছিল তাদের
হাতে লাঠি সোটা ও ধারালো অস্ত্র ছিল।
হঠাৎ এই ঘটনা ঘটে যাওয়া এবং যারা দোল খেলছিলেন তারা নিরস্ত্র হওয়ায় প্রথমে তারা
পালাতে শুরু করেন। আক্রমণকারীদের হামলায় বিশ্বজিৎ এবং মিঠুন
নামে দুই ব্যক্তি আহত হয়। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। যারা আক্রমণ চালিয়েছিল তাদের মধ্যে জামিল,সেলিম,রেইস, শওকাত,বান্টি, ভাইয়া, শাহিন, শাহিদ, হারুন, ইমরান, শাকিল শামীম, আমির, রেহান, আরিফ, সাদ মোহম্মদ, সাজিদ ও তাঁদের পরিবারের মহিলাদের চিহ্নিত করা গেছে। নাম জানা গিয়েছে এমন অভিযুক্ত ছাড়াও অজ্ঞাত পরিচয় অভিযুক্তদের উল্লেখ
রয়েছে ওই এফআইআরে। পুলিশ সূত্রে জানা গেছে ভারতীয় দণ্ডবিধির
১৪৭, ১৪৮, ৩৩৬,
৩৫২, ৩২৪ এবং ২৯৫ এ ধারায় মামলা রুজু
করে তদন্ত শুরু করা হয়েছে।ঘটনার পর
হিন্দু সংগঠন থানার বাইরে বিক্ষোভ দেখায় তারা অভিযুক্তদের বিরুদ্ধে আবেদন
জানিয়েছেগুলিএই হামলার ঘটনায় বিক্ষোভ
দেখিয়ে স্লোগান দেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, “পুলিশের
সামনেই ঘটনা ঘটে। পুলিশ নির্বাক হয়ে দেখে। উলটে যারা মার খেয়েছে তাঁদের ধমক দেয় পুলিশ”।
হিন্দুদের অনুষ্ঠান বা উৎসবের সময় এরা আগেও চক্রান্ত
করে এলাকায় অশান্তি সৃষ্টি করেছে বলে অভিযোগ।