নিউজ ডেস্ক: এখন অনেকটাই সুস্থ ফেলুদা। হাসপাতাল থেকে ফিরেছেন বাড়ি। বাড়ির ফেরার পর অভিনেতার পুত্রবধূ অর্থাৎ অভিনেতা গৌরব চক্রবর্তীর স্ত্রী, অভিনেত্রী ঋদ্ধিমা জানিয়েছেন, “বাবা এখন আগের থেকে অনেকটাই সুস্থ। চিকিৎসকরা বলেছেন বিশ্রামে থাকতে। দোলের আগে বাবা বাড়ি ফিরেছে এটা সত্যিই আনন্দের ব্যাপার।”
প্রসঙ্গত, গত সপ্তাহে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই টলিপাড়ার একাংশের কপালে দেখা দেয় চিন্তার ভাঁজ। জানা যায়, ১৯ মার্চ রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে অভিনেতাকে বুকে ব্যথা নিয়ে ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসায় সব্যসাচীর হার্টে ব্লকেজ ধরা পড়ায় তাঁর শরীরে পেসমেকার বসে।
সূত্রের খবর, ২২ মার্চ অভিনেতা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
যদিও অভিনেতার অসুস্থতার বিষয়ে তাঁর পরিবারের লোকজন সংবাদমাধ্যমের কাছে কোনও তথ্যই প্রকাশ করতে চাননি। পুরো বিষয়টাই আড়ালে রাখা হয়েছিল। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার বাড়ি ফিরেছেন পর্দার ফেলুদা। আগের থেকে এখন অনেকটাই ভাল আছেন। সুস্থ হয়ে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ ছবির শুটিং শুরু করবেন সব্যসাচী।