সল্টলেক থেকে গ্রেফতার ভুয়ো পুলিশ। কলকাতা
পুলিশ পরিচয় দিয়ে বিধাননগর পুলিশকে হুমকি। মাধ্যপ অবস্থায় পুলিশের কাজে বাধা
দেওয়ার অভিযোগে ভুয়ো পুলিশ পরিচয় দেওয়া সঞ্জয় কাঞ্জিলাল নামে ব্যক্তিকে গ্রেফতার করল বিধান নগর উত্তর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর,
মঙ্গলবার দুপুরে সল্টলেক সিটি সেন্টারের কাছে নাকা চেকিং করার সময়
এক ব্যক্তি পুলিশের হেলমেট পড়ে বাইক নিয়ে আসলে তাকে দেখে পুলিশের সন্দেহ হয়।
এরপর সেই গাড়িটিকে দাঁড় করিয়ে গাড়িতে থাকা ব্যক্তিকে নিজের পরিচয় জিজ্ঞেস
করলে তিনি নিজেকে কলকাতা পুলিশের কর্মী বলে পরিচয় দেয়। ওই ব্যক্তি মাত্রা
অতিরিক্ত মদ্যপ অবস্থায় ছিলেন বলে পুলিশের দাবি। ওই ব্যক্তির নাম সঞ্জয়
কাঞ্জিলাল কেষ্টপুরের বাসিন্দা। এরপর গোটা বিষয় কলকাতা পুলিশের কাছে বিধান নগর
পুলিশের তরফ থেকে জানানো হলে, কলকাতা পুলিশ জানায় এই নামের
কোন ব্যক্তি কলকাতা পুলিশে কাজ করেনা। বিষয়টি ঐ ব্যক্তি জানার পরেই পুলিশ
কর্মীদের হুমকি দিতে শুরু করে এবং পুলিশের কাজে বাধা দেয় বলেও অভিযোগ পুলিশে।
এরপরে সঞ্জয় কাঞ্জিলাল নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বিধান নগর উত্তর থানার
পুলিশ। কি কারনে সে নিজেকে ভুয়ো পুলিশ পরিচয় দিচ্ছিল সেই বিষয়ে তদন্ত করে দেখবে
পুলিশ।