নিউজ ডেস্ক : দুদিন ঝড় বৃষ্টির প্রভাব কেটে যেতেই টের পাওয়া যাচ্ছে সূর্যের তেজ। বুধবার সকাল থেকেই তেতে রয়েছে সূর্য দেব। মার্চের শেষেই ঘেমে নেয়ে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর।
যদিও হাওয়া অফিস সূত্রে খবর রাজ্যে উষ্ণ আবহাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে বুধবার বৃষ্টির পূর্বাভাস যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। মার্চ মাসেই ৩৬ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে তাপমাত্রা।
উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আগামী কয়েকদিন টানা বৃষ্টি চলবে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই বৃষ্টি উত্তরবঙ্গে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ জলপাইগুড়ি জেলায়। বিক্ষিপ্তভাবে মালদা ও দিনাজপুরেও বৃষ্টি হতে পারে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে বুধবার ঝড়-বৃষ্টি কিছুটা কম হবে। আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে দিনভর। বৃহস্পতিবার থেকে আগে বৃষ্টি কমার বার্তা দেওয়া হলেও, এখন আবহাওয়া দফতর মনে করছে এদিনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃহষ্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়ছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। আগামী দু-তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে মনে করা হচ্ছে । পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া ও বাঁকুড়াতে ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ।
পাশাপাশি কলকাতায় বুধবার আংশিক মেঘলা আকাশ। তবে বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে ৷তবে বৃষ্টি হলেও গরম ক্রমশ বাড়ছে। দিন ও রাতের দুইয়েরই তাপমাত্রা ঊর্ধ্বমুখী। চলতি সপ্তাহে ৩৬ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।