নিউজ ডেস্ক : দুর্গাপুরে প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বেলাগাম মন্তব্য করে বিপাকে পড়লেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ(Dilip ghosh)। মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জেরে জেপি নাড্ডার তরফ থেকে দিলীপ ঘোষ কে চিঠি দিয়ে, তীব্র নিন্দা করলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। অসংসদীয় এই বক্তব্য বিজেপির পরম্পরা বিরোধী বলে উল্লেখ করা হল চিঠিতে।
রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে উদ্দেশে কুরুচিকর মন্তব্যের জেরে দলের অন্দরেই সমালোচিত বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর মন্তব্যের ব্যাখ্যা চেয়ে মঙ্গলবার রাতেই দিলীপকে শোকজ করল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। যেখানে লেখা হয়েছে, “মাননীয় দিলীপ ঘোষ, আপনার মন্তব্য অত্যন্ত অশোভনীয় এবং অসংসদীয়। বিজেপি এই ধরনের সংস্কৃতি বহন করে না। আপনার বক্তব্যের তীব্র নিন্দা করছে দল। বিজেপির সর্বভারতীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডার নির্দেশ অনুযায়ী যত দ্রুত সম্ভব আপনার এই আচরণের ব্যাখ্যা দিন।”
তবে এ প্রসঙ্গে নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেও নিজের অবস্থানে অনড় বিজেপি নেতা। শুভেন্দু অধিরাকীকে তৃণমূলের আক্রমণের প্রসঙ্গ টেনে দিলীপ বলেন, এই ধরনের মহিলা কার্ড খেলা বন্ধ হোক। অন্যদিকে দিলীপ ঘোষের এই বক্তব্যের প্রেক্ষিতে, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল।