নিউজ ডেস্ক: প্রয়াত রামকৃষ্ণ মিশনের মহারাজ শ্রীমৎ স্বামী স্মরণানন্দ। মঙ্গলবার রাত ৮টা ১৪ মিনিটে প্রয়াণ হয় স্বামী স্মরণানন্দের। বর্তমানে তাঁর দেহ শায়িত রয়েছে সংস্কৃত ভবনে। বুধবার সকাল থেকেই বহু অনুগামী তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন সেখানে। রাত ৯টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে ভর্তি ছিলেন এক বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মহারাজের প্রয়াণে শোকস্তব্ধ ভক্ত অনুগামীরা।
তাঁর প্রয়ানে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডলে শোকবার্তা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি স্মরণ করেছেন এমাসের গোড়ায় শহরে এসে হাসপাতালে অসুস্থ স্মরণানন্দকে দেখতে যাওয়ার দিনটি। সেই সঙ্গে ২০২০ সালে তাঁর সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী জানাচ্ছেন, অসংখ্য হৃদয়ে চিরকালীন ছাপ রেখে গিয়েছে প্রয়াত স্বামী স্মরণানন্দ।
উল্লেখ্য স্বামী আত্মস্থানন্দের জীবনাবসানের পরে ২০১৭ সালের ১৭ জুলাই রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন স্বামী স্মরণানন্দ মহারাজ। ২০২২ সালেও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চলতি বছরে মার্চের শুরুতেই ফের অসুস্থ হয়ে পড়েন। তাঁর প্রয়াণে শোকের ছায়া বেলুড় মঠে