নিউজ ডেস্ক: আমেরিকায় সেতু দুর্ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৬ জন। তাঁদের মৃত্যু হয়েছে বলেই মনে করছেন উদ্ধারকারীরা। মঙ্গলবার ভোর রাতে জাহাজের ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল আমেরিকার মেরিল্যান্ড প্রদেশের বাল্টিমোর শহরের বিরাট সেতু।
মঙ্গলবার ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি কন্টেনার ভর্তি জাহাজ বাল্টিমোরের আইকনিক ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুটিতে ধাক্কা মারে। এরপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি। জানা গিয়েছে, ওই জাহাজে মোট ২২ জন ক্রু ছিলেন, সকলেই ভারতীয়। ভেসেল কোম্পানির তরফে জানানো হয়েছে, তাঁরা প্রত্যেকে সুরক্ষিত রয়েছেন। তবে ব্রিজ ভেঙে কমপক্ষে ২০ জন প্যাটাপসকো নদীতে পড়ে গিয়েছিলেন। তাদের মধ্যে নদী থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। যাঁদের মধ্যে একজন সুস্থ থাকলেও, আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা সংকটজনক।
অন্যদিকে, ব্রিজে সারাইয়ের কাজ করছিলেন, এমন ছয়জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁদের মৃত্যুর আশঙ্কা করছে উদ্ধারকারীরা।
সেতু ভেঙে জখম ভারতীয় নাগরিকদের জন্য ইতিমধ্যেই চালু করা হয়েছে হটলাইন। সাংবাদিক সম্মেলনে মেরিল্যান্ডের গভর্নর বলেন, “বিপদের গন্ধ পেয়েই মেডে কল করেছিল ভারতীয় ক্রু মেম্বাররা। সঙ্গে সঙ্গে সেতুতে যাববাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওঁরা হিরো। গতরাতে অনেক জীবন বাঁচিয়েছে”। যদিও এফবিআই এবং অন্যান্য তদন্তকারী সংস্থা জানিয়েছে, এটা নিছকই দুর্ঘটনা। এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনও যোগ নেই।