নিউজ ডেস্ক: ভোটের মুখে দিল্লিতে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী কে তলব। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়া মৈত্রকে এবার জিজ্ঞাসাবাদ করতে চাই ইডি। আগামী ২৮ মার্চ মহুয়াকে দিল্লিতে তলব ইডির।
প্রসঙ্গত, ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে শনিবার মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি। আর এর পরেই বুধবার ইডির তলব মহুয়া কে। মহুয়া ছাড়াও আইনজীবী দর্শন হিরানন্দানিকেও তলব ইডির।
প্রসঙ্গত, গত ১৯ শে মার্চ মহুয়ার মৈত্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। এরপরই শনিবার মহুয়ার বাড়ি ও অফিসে হানা দেয় সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডে লোকপালের নির্দেশে এফআইআর দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। এই বিষয়কে সামনে রেখেই মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে যান সিবিআই আধিকারিকেরা। বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কলকাতার ফ্ল্যাট থেকে খালি হাতেই অবশ্য বেরোন সিবিআইয়ের আধিকারিকেরা। এরপর কৃষ্ণনগরের দলীয় কার্যালয়ে গিয়ে তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা।