নিউজ ডেস্ক: সল্টলেকে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ। দেহের পাশ থেকেই উদ্ধার হল রক্তমাখা ছুরি। বুধবার সকালে সল্টলেক সেক্টর থ্রি–র জিসি ব্লকে নিজের বাড়িতে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় চিকিৎসক যদুনাথ মিত্র (৭৮)–কে। আর তার স্ত্রী মন্দিরা মিত্রর দেহ উদ্ধার হয় বাড়ির শৌচালয় থেকে। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। এদিকে, ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। তাতে লেখা, নিজের স্ত্রীকে হত্যা করে নিজেও আত্মঘাতী হতে চেয়েছে ওই বৃদ্ধ। ঘটনার খবর পেয়ে সেখানে যান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।
পুলিশের অনুমান, ওই চিকিৎসক গলা কেটে স্ত্রীকে খুন করে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মৃতের স্বামী। বাড়ির পরিচারিকার দাবি, বুধবার সকালে কাজ করতে এসে ডাকাডাকি করেও কারও সাড়া মেলেনি। তখন তিনি প্রতিবেশীদের খবর দেন। এরপরই ঘটনা জানাজানি হয়। পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
দম্পতির দুই মেয়ে। একজন সিঙ্গাপুরে থাকেন, আরেক জন স্কুলশিক্ষিকা। ঘটনার খবর পেয়েই ইতিমধ্যে এক মেয়ে হাজির হয়েছে ঘটনাস্থলে। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ বৃদ্ধ দম্পতির পরিবারের সদস্যসের সঙ্গে কথা বলছে। অন্যদিকে বৃদ্ধার মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।