নিউজ ডেস্ক: ভোট প্রচারে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মহিষাদলে প্রচারে বিজেপি প্রার্থী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
ভোটের দামামা বেজে যেতেই ভোট ময়দানে নেমে পড়েছেন সব দলের প্রার্থীরাই। বুধবার মহিষাদলের দ্বারিবেড়িয়া কালী মন্দিরে পুজো দিয়েই প্রচারে নামলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, তমলুক লোকসভায় তিনিই যে প্রার্থী হচ্ছেন, তা একপ্রকার নিশ্চিতই ছিল। তাই নাম ঘোষণার ঢের আগেই হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জেলায় ঘুরে গিয়েছিলেন। এ বার তিনি এলেন নাম ঘোষণার পরে, পদ্ম-প্রার্থী হিসেবে। এবং আগের বারের মতোই মঙ্গলবারও তাঁর গন্তব্য ছিল নন্দীগ্রাম। আর সঙ্গী সেই নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
আর মঙ্গলের পর বুধেও তিনি কালী মন্দিরে পুজো দিয়েই শুরু করলেন ভোট প্রচার।