শাসক দল তৃণমূল কংগ্রেস আদর্শ আচরণ বিধি ভঙ্গ
করেই চলেছে অভিযোগ বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর। তার অভিযোগ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ছবি সরিয়ে দেওয়া হলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি জ্বলজ্বল করছে বিভিন্ন প্রান্তে।
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু
অধিকারী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “ আসন্ন
লোকসভা নির্বাচন উপলক্ষে যে আদর্শ আচরণ বিধি লাগু করা হয়েছে তা মান্য করছে না তৃণমূল। বিজেপি নিজেদের উদ্যোগে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নানান জায়গা থেকে সরিয়ে নিয়েছে। এমনকি সরকারি উদ্যোগেও প্রধানমন্ত্রীর ছবি সরানো হয়েছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প, সরকারি কাজকর্মের ব্যানার
ফ্লেক্স সরকারি ভবন সহ রাজ্যের নানান জায়গায় জ্বলজ্বল করছে।
তিনি আরো অভিযোগ করেন নির্বাচনের প্রাক্কালে
খুন এবং ধর্ষণের মত ঘটনা ঘটেছে চলেছে এসব আটকাতে নির্বাচন
কমিশনের পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভার দ্রুত নিয়োগ করে তাঁদের কাজকর্মের আওতা আরও
বাড়াতে হবে। না হলে পুলিশ তৃণমূলের ক্যাডারের মতন আচরণ
চালিয়ে যাবে। রাজ্যপালের কাছে তৃণমূল দাবি করেছিল চোপড়া যাওয়ার জন্য। এবার বিজেপি দাবি করেছে ক্যানিংয়ে আসতে হবে রাজ্যপালকে।
আদর্শ আচরণ বিধি প্রসঙ্গে বিজেপির অভিযোগ হাজার হাজার মমতা বন্দ্যোপাধ্যায়,শাসক দলের নেতা, সাংসদ, মন্ত্রী
এমনকি প্রার্থীদেরও সরকারি পরিষেবা বিজ্ঞাপনমূলক ব্যানার ফ্লেক্স ফেস্টুন রাজ্যের
প্রায় সমস্ত প্রান্তে এখনও দেখা যাচ্ছে। শাসক দলের নেতারা
আদর্শ আচরণ বিধির তোয়াক্কা করছে না। ইলেকশন কমিশনের বাংলাকে
অন্য রাজ্যের মতই সমান চোখে দেখা উচিত এবং এখানে কাউকে
অতিরিক্ত সুযোগ দেওয়া উচিত নয় মন্তব্য শুভেন্দুর।
প্রসঙ্গত আসন্ন লোকসভা
নির্বাচনের জন্য ১৯ এপ্রিল থেকে ১ জুন
অবধি ভোটগ্রহণ হবে।৪ জুন জানা যাবে দেশের মসনদে কে বসতে চলেছে।১৬ মার্চ দেশের নির্বাচন কমিশন এই তারিখগুলি ঘোষণা
করার পর থেকেই দেশের সমস্ত প্রান্তের মতো এই রাজ্যেও লাগু
হয়ে গেছে আদর্শ আচরণ বিধি।