নিউজ ডেস্ক: লোকসভা ভোটের প্রার্থী তালিকায় নাম না থাকলেও বিজেপির তারকা প্রচারকদের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, জে পি নাড্ডা, অমিত মালব্য, স্মৃতি ইরানি, যোগী আদিত্যনাথদের সঙ্গে একসারিতে জায়গা পেলেন কলকাতার বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। অর্থাৎ পশ্চিমবঙ্গে আগামী লোকসভা ভোটের প্রচারের জন্য বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাতে রয়েছে ৪০ টি নাম। আর সেই ক্যাম্পেনার লিস্টে রয়েছে রুদ্রনীলের নাম।
এই লিস্টে রুদ্রনীলের নাম রয়েছে ৩৮ নম্বরে। আর তাতেই ‘কৃতজ্ঞ’ রুদ্রনীল। এই তালিকাপ্রকাশের পরেই সোশ্যাল মিডিয়ায় নিজের নামের পাশে সবুজ টিক দিয়ে তালিকাটির ছবি দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন রুদ্রনীল।