নিউজ ডেস্ক: ৫৩ বছর পর ফিরল অধিকার। বুধবার ২৭ মার্চ। এদিনই রমনা কালী মন্দির ধ্বংস ও শতাধিক সেবাইতকে হত্যা করা হয়েছিল। বাংলাদেশে যে কটি নৃশংস হিন্দু গণহত্যা হয়েছিল তার মধ্যে অন্যতম বর্বর ঘটনা ছিল এটি। ১৯৭১ সালের ২৭ মার্চ রাতে পাকিস্তানি খান সেনা রমনা মন্দির ও আশ্রমে ঢুকে করে গ্রেনেড ও বোমা দিয়ে প্রতিমা ও মন্দির গুঁড়িয়ে দেয়।