নিউজ ডেস্ক: কলকাতা বিমানবন্দরে চললো গুলি। ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যায় বিমানবন্দর। নিজের কাছে থাকার রাইফেল চালিয়ে আত্মহত্যা সিআইএসএফ জাওয়ানের। বিমানবন্দর সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার সময় হঠাৎই বিমানবন্দর ৫ নম্বর গেটের যে টাওয়ার সেখান থেকে গুলি চলার শব্দ শোনা যায়, তাতেই কর্মরত সিআইএসএফ কর্মী থেকে শুরু করে সবাই অ্যালার্ট হয়ে যায়।
Tags: CISFkolkataKolkata airportnetaji subhas chandra bose international airportNSCBIA