নিউজ ডেস্ক : চৈত্র পড়তেই ভ্যাপসা গরমের অনুভূতি বাড়তে শুরু করেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এবার পশ্চিমের জেলাগুলিতে ব্যাপক গরম পড়বে। মার্চের শেষেই পশ্চিমাঞ্চলের একাধিক জেলার পারদ ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে যেতে পারে। অন্যদিকে আবার দিনভর অস্বস্তিকর গরমের অনুভূতির পরে বিকেল বা সন্ধ্যায় কিংবা রাতে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাত৷ সঙ্গে দমকা হাওয়া ৷ থমকে থাকা গরমে স্বস্তির পরশ৷ তবে এদিকে গত কয়েকদিনের তুলনায় চড়ছে তাপমাত্রার পারদ৷ আগামী কয়েকদিনে তা আরও বাড়বে৷ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই একই পরিস্থিতি৷
শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
অন্যদিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিশেষত মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ৷ সেই সঙ্গে নদিয়াতেও বৃষ্টি হবে ৷ তবে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে ৷ বৃহস্পতিবার সকালে পরিষ্কার এবং বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। আগামী ৭২ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে। ফলে এই মুহুর্তের স্বস্তি মঙ্গলবারের মধ্যে সম্পূর্ণ গায়েব হতে চলেছে। রাতের তাপমাত্রা ২০ থেকে বেড়ে ২১.৮ ডিগ্রি হওয়ার সম্ভবনা।
পাশাপাশি কলকাতায় বৃহস্পতিবার দিনভর আংশিক মেঘলা আকাশ। ফলে এবার গরম ক্রমশ বাড়বে। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। চলতি সপ্তাহে শহরে ৩৬ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার ও শুক্রবার বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতাতে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।