নিউজ ডেস্ক: লোকসভা ভোটে লড়ছেন না, নির্মলা সীতারামন। ভোটে না লড়ার কথা নিজেই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্বাচনী বন্ডে বলীয়ান বিজেপি, ভোট যুদ্ধে অর্থ সংকটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাঁকে অন্ধ্র প্রদেশ বা তামিলনাড়ু থেকে লড়াই করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।
তিনি জানিয়েছেন, লোকসভা নির্বাচনে লড়াই করার মতো টাকা নেই। এই কারণেই তিনি লোকসভা নির্বাচনে লড়বেন না।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘এই বিষয়টি নিয়ে এক সপ্তাহ থেকে ১০ দিন চিন্তাভাবনা করেছি। এরপর সিদ্ধান্ত নিলাম না লড়াই করার। অন্ধ্রপ্রদেশ হোক বা তামিলনাড়ু হোক, আমার সমস্যা আছে। সেখানে জেতার জন্য বলতে হত কোন সম্প্রদায়ের বা কোন ধর্মের। আমার মনে হয় না আমি এটা করতে পারব।’
এদিকে, কেন তাঁর কাছে নির্বাচনে লড়ার মতো টাকা নেই জানতে চাওয়া হলে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, তাঁর বেতন, উপার্জন, সঞ্চয় নিজস্ব, তা দেশের সম্পদ নয়। তবে দলের হয়ে প্রচার তিনি করে যাবেন, এমনটাই জানিয়েছেন নির্মলা সীতারমণ। তিনি বলেন, এই নির্বাচনে আমি অনেক মিডিয়া ইভেন্টে যোগ দেব এবং প্রার্থীদের সঙ্গে সঙ্গে প্রচারেও যাব।
পাশাপাশি দেশের সব দলই নির্বাচনী বন্ডের সুবিধা নিয়েছে। তাই কারও অভিযোগ করা উচিত নয় বলে মনে করেন অর্থমন্ত্রী। এভাবেই কংগ্রেস-সহ বাকি দলগুলিকে আক্রমণ করেন নির্মলা।