নিউজ ডেস্ক: কেন্দ্রীয় নেতৃত্বের ভর্ৎসনার পরেও দিলীপ ঘোষ নিজের ফর্মেই আছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্যের পর এবার নির্বাচন কমিশনকে ‘মেসোমশাই’ বলে নতুন করে বিতর্কে জড়ালেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের এবারের বিজেপি প্রার্থী। বৃহস্পতিবার তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে নির্বাচন কমিশনকে ‘মেসোমশাই’ বলে কটাক্ষ করেছেন দিলীপ। “আজ হঠাৎই মেসো মশারের কাছে যাচ্ছে,মেসোমশাই কান মুলে দিন এটা বলতে যাচ্ছে “-কটাক্ষ দিলীপ ঘোষের ।
মোদি-শাহ-নাড্ডার নামে যখন কিছু বলে তখন কিছু এসে যায় না,একটা অভিযোগ জানাতে কমিশনের কাছে ১০ জন চলে গেল- ঘটনা প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ। আইন মেনে নির্বাচন কমিশনকে সব প্রশ্নের উত্তর দেব,জানালেন দিলীপ ঘোষ।
অন্যদিকে দিলীপ ঘোষ মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে পাল্টা জবাব দেন দিলীপ ঘোষের প্রতিপক্ষ কীর্তি আজাদ। তাকে ডাক্তার দেখানোরও পরামর্শ দিলেন কীর্তি আজাদ।
প্রসঙ্গত,মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর ভাষা প্রয়োগের পর জোড়া শো-কজের পর দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়েরও হয়েছে। দিলীপ সবার সামনে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে যে মন্তব্য করেছেন তাতে শুধু মুখ্যমন্ত্রীরই নয়, রাজ্যবাসী হিসাবে সকলেরই সম্মানহানি হয়েছে বলে অভিযোগপত্রে লিখেছেন অভিযোগকারিণী।
বুধবার দুর্গাপুর থানায় দিলীপের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর শব্দ ব্যবহার করার অভিযোগ দায়ের করেন এক মহিলা। অভিযোগকারিণী দুর্গাপুরেরই বাসিন্দা। ঘটনাচক্রে, যে বর্ধমান-দুর্গাপুর আসন থেকে এ বার বিজেপি প্রার্থী হিসাবে লড়াই করতে চলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।