নিউজ ডেস্ক: আগামীকাল চতুর্থ তালিকা প্রকাশ করা সম্ভাবনা বামফ্রন্টের। আইএসএফ এর জন্য মথুরাপুর বারাসাত সহ বেশ কিছু আসনে ছাড়।
অন্যদিকে পুরুলিয়া আসন নিয়ে এখনো অনর ফরওয়ার্ড ব্লক। তাই পুরুলিয়াও কংগ্রেসকে ছাড়ার সিদ্ধান্ত সিপিআইএমের।
উল্লেখ্য এখনও পর্যন্ত ২১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বামেরা। এই লোকসভায় মুলত তরুণ মুখদের উপরই ভরসা রেখেছেন বাম নেতৃত্ব। যেমন, যাদবপুরে বামেদের টিকিটে লড়ছেন এসএফআই-র প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। অপরদিকে, শ্রীরামপুরে লড়ছেন দীপ্সিতা ধর।
শনিবার তৃতীয় দফার প্রার্থী ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
সাংবাদিক বৈঠক থেকে তিনি জানান, মুর্শিদাবাদ থেকে লড়ছেন মহম্মদ সেলিম। এ দিন বিমান বসু মুর্শিদাবাদ, রানাঘাট, বর্ধমান দুর্গাপুর, বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এরকম ধাপে ধাপে প্রার্থী ঘোষণা বামফ্রন্টে বীরল ঘটনা। তাহলে কী শরিকি চাপ, কংগ্রেস-আইএসএফের সঙ্গে আসন সমঝোতায় চাপে বামেরা? এ প্রসঙ্গে বিমান বসু বলেছেন, ‘সব কেন্দ্রের প্রার্থী নির্দিষ্ট করার ক্ষেত্রে এখনও কিছু আলোচনার প্রয়োজন রয়েছে। সেটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে পারছি না। একটু সময় লাগবে।’এখন দেখার চতুর্থ প্রার্থী তালিকায় কাদের নাম থাকে। সেই সঙ্গে আর কোন কোন আসনে বামেরা প্রার্থী দিচ্ছে তাও জানা যাবে চতুর্থ তালিকা প্রকাশ হলেই।