নিউজ ডেস্ক: কলকাতা দক্ষিণের সিপিআইএম প্রার্থীকে প্রচারে বাধা। ঘটনায় পুলিশের সঙ্গে কথা কাটাকাটি সিপিআইএম প্রার্থীর। কলকাতার ভবানীপুরের হরীশ মুখার্জি রোডে সিপিএমকে ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল কলকাতা পুলিশের বিরুদ্ধে।
উল্লেখ্য, এই এলাকাতেই থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । মমতা ও অভিষেকের পাড়ায় প্রচারে বাধা দেওয়ায় অভিযুক্ত পুলিশ আধিকারিককে অবিলম্বে ভোটের সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনে আর্জি জানিয়েছে বামেরা ৷
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ কালীঘাট রোড এলাকায় কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের প্রচার কর্মসূচি ছিল পূর্ব ঘোষিত। কিন্তু, মিছিল শুরুর পর হরীশ মুখার্জি রোডে প্রবেশের আগেই তাকে বাধা দেয় পুলিশ । মিছিল ঘুরিয়ে অন্য পথে যেতে বলা হয় । কিন্তু, সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের যুক্তি, আইন অনুযায়ী রাস্তা সকলের । সেখানে কেন তাঁকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে ! নির্বাচনী এলাকায় প্রচারে বাধা দিতে পারে না পুলিশ ।
ঘটনায় বামেদের অভিযোগ যে, তাঁরা প্রচার করতে করতে হরিশ মুখার্জি রোডে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। ১৪৪ ধারার যুক্তি দেখিয়ে বলা হয়, এত জনের জমায়েত করা হবে না। এরপরেই কালীঘাট থানার পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সায়রা এবং বাম কর্মী-সমর্থকেরা। পুলিশ অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছে।