গার্ডেনরিচে অবৈধ নির্মাণ ভাঙা ঘিরে তুলকালাম। পুরসভার কাজে দফায় দফায় বাধা স্থানীয়দের একাংশের। হেলে পড়া বাড়ির বিপদজনক অংশ ভাঙা নিয়ে উত্তেজনা বিক্ষোভ স্থানীয়দের।
পুরকর্মীরা বেআইনি নির্মান ভাঙতে যেতেই স্থানীয়দের বাধায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায়। স্থানীয়দের বিক্ষোভে আপাতত বন্ধ বেয়াইনি বাড়ি ভাঙার কাজ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই পাহাড়পুরের জে ৪৭৪ সি/১ বাড়ির বিপদজনক অংশ ভাঙতে হাজির হয়েছিল কলকাতা পুরসভার কর্মীরা। বাড়ি ভাঙার কাজ শুরুও হয়েছিল। কিন্তু কিছুক্ষনের মধ্যেই স্থানীয়দের একাংশ বিক্ষোভ শুরু করে বাড়ি ভাঙার কাজে বাধা দেয়। অবশেষে বিক্ষোভের ফলে সাময়িক ভাবে বন্ধ হয় বেয়াইনি বাড়ি ভাঙার কাজ।