নিউজ ডেস্ক: ফের ইডি হেফাজতে অরবিন্দ কেজরিওয়াল। ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ কেজরিওয়ালকে। “সব রাজনৈতিক ষড়যন্ত্র জনতা জবাব দেবে”-আদালতে পেশের আগে বললেন দিল্লির মুখ্যমন্ত্রী।
দিল্লি আবগারি মামলায় আর্থিক তছরুপ সংক্রান্ত অভিযোগে ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ইডি হেফাজত আরও ৪ দিন বাড়ল। এর আগে সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। এদিন ফের আদালত তাঁকে আরও চার দিনের ED হেফাজতের নির্দেশ দেয়।
অন্যদিকে মুখ্যমন্ত্রী পদে বহাল থাকবেন অরবিন্দ কেজরিওয়াল, জানাল দিল্লি হাইকোর্ট। আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার অরবিন্দ কেজরিয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের দাবিতে আবেদন জানানো হয় দিল্লি হাইকোর্টে। এবার সেই আবেদনই খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।
প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার ইডি গ্রেপ্তার করে কেজরিকে। তার আগে জিজ্ঞাসাবাদের জন্য কেজরিকে নবার সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু তিনি হাজিরা দেননি। এরপর গত বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করা হয় তাঁকে।