নিউজ ডেস্ক: পাহাড়ের রাজনীতিতে ফের চমক। কংগ্রেসের যোগ দিলেন হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড। কংগ্রেসে যোগ দিয়েই বিজেপিকে তোপ অজয় এডওয়ার্ডের।
বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে গিয়ে ইন্ডিয়া জোটে যোগদানের কথা ঘোষণা করলেন অজয়। একই সঙ্গে সরাসরি কংগ্রেসে যোগ দিলেন ভারতীয় গোর্খা পরিসঙ্গ নেতা মুনিশ তামাং। এদিন মুনিশ তামাংকে উত্তরীয় পরিয়ে কংগ্রেসে স্বাগত জানান পবন খেরা। সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা গোলাম আহমেদ মীরও।
এদিন অজয় জানান, বিজেপি গত ১৫ বছর ধরে দার্জিলিং আসন থেকে ভালো ভোটে জয়ী হলেও তারা গোর্খাদের দাবি নিয়ে কিছুই করেনি। একই অভিযোগ করেন ভারতীয় গোর্খা পরিসংঘের নেতা মুনিশ তামাংও।