কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েই বৃহস্পতিবার
ময়নায় প্রচারে যান তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়েই ময়নায় ভোট প্রচার এবং জনসংযোগ সারেন তিনি।
প্রথমেই পুজো দেন চণ্ডীমাতা মন্দিরে। তাঁর সঙ্গে ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা।
মন্দিরে বেশ কিছুক্ষণ ছিলেন তাঁরা। পুজো দেওয়ার পাশাপাশি মায়ের প্রসাদী ফুল নেন
মাথায়।
এদিকে অভিজিৎকে দেখতে মন্দিরের বাইরে ভিড়
জমিয়ে দিয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। সেই ভিড়
সামলাতে গিয়ে কিছুটা হিমশিম খেতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। ফুল ও শঙ্খ ধ্বনিতে
এলাকায় স্বাগত জানানো হয় তাঁকে। রাস্তায় স্থানীয়দের উদ্দেশে হাত নাড়েন তিনি।
তাঁদের সঙ্গে কথাও বলতে দেখা যায় তাঁকে। এদিনই প্রয়াত বুথ সভাপতি বিজয় কৃষ্ণ
ভুঁইয়ার পরিবারের সঙ্গেও দেখা করেন। প্রচারের সময় সাধারণ মানুষের মধ্যে উৎসাহ
দেখে ভোটে জেতা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
উল্লেখ্য, অভিজিৎ
গঙ্গোপাধ্যায়কে ওয়াই প্লাস শ্রেণির কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছে স্বরাষ্ট্র
মন্ত্রক। বুধবার রাতেই তাঁর বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার সকাল
থেকে তাঁরা কাজ শুরু করেন। নিজের উপর হামলার আশঙ্কা থেকেই কেন্দ্রীয় নিরাপত্তা
চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করেছিলেন তিনি। সেই মতোই তাঁকে নিরাপত্তা
দেওয়া হয়। আর সেই বাহিনী নিয়েই সাত সকালে ময়নাতে পৌঁছন প্রাক্তন বিচারপতি।