নিউজ ডেস্ক: বিজেপির বিরুদ্ধে ফের কমিশনের দারস্থ তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে
শুক্রবার দিল্লিতে যাচ্ছে তৃনমূলের ৫ সদস্যের দল। কমিশনে যাচ্ছেন ডেরেক,দোলা সেন,শশী পাঁজা, সাকেত গোখলে ও সাগরিকা ঘোষ।
প্রধানমন্ত্রীর পাশাপাশি একই সঙ্গে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায় এবং মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে।
লোকসভা নির্বাচনের প্রাক্কালে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় প্রধানমন্ত্রী আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস ৷ চিঠিতে তারা লিখেছে, ভোটারদের জন্য নয়া অর্থকরী সাহায্যের প্রকল্প ঘোষণা করে ঘুষ দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী ৷ তৃণমূলের আরও অভিযোগ, কৌশলে মোদী প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন।
উল্লেখ্য বাংলায় বিবিধ দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এখনও পর্যন্ত সাড়ে ৩ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। বুধবার সকালে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায় প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে বাংলায় দুর্নীতির বিষয়টি উত্থাপন করেন। স্কুলে ভর্তি থেকে সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে কী ধরনের দুর্নীতি হয়েছে তা তুলে ধরেন।
এ কথা শুনেই প্রধানমন্ত্রী বলেন, “অমৃতাজি আমি আপনাকে একটা কথা বলি। আমি আইনি পরামর্শ নিচ্ছি। বাংলায় ইডির লোকেরা প্রায় ৩ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। আর এই টাকা গরিব মানুষের টাকা। কেউ স্কুল শিক্ষক হওয়ার জন্য টাকা দিয়েছেন, কেউ ক্লার্ক হওয়ার জন্য টাকা দিয়েছেন। এই টাকা গরিব মানুষকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে।” আর প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলেছে তৃনমূল।