নিউজ ডেস্ক: চিরাচরিত প্রথা ভেঙে এই প্রথম সৌদি আরব মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। সৌদি আরবের ইতিহাসে প্রথমবার কোনও সুন্দরী অনুমতি পেলেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার। যুবরাজ মহম্মদ বিন সলমনের অধীনে এই দেশ আরও এক ধাপ এগিয়ে গেল। রক্ষণশীল এই দেশের প্রথম প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতায় অংশ নেবেন রুমি আলকাহতানি।
সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করে ২৭ বছর বয়সী এই মডেল জানান যে তিনিই প্রথম সেই দেশের প্রতিনিধিত্ব করে অংশ নেবেন এই আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায়। ছবির সঙ্গে তিনি লিখেছেন, “মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি গর্বিত। এই প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবে সৌদি আরব। “
ধর্মীয় গোঁড়ামির জেরেই মিস ইউনিভার্সের মঞ্চে গত ৭২ বছর কোনও প্রতিনিধি পাঠায়নি সৌদি আরব। বহুদিনের লালিত এই গোঁড়ামি থেকে আসতে আসতে বেরিয়ে আসছে মধ্য প্রাচ্যের এই দেশ। গত সোমবার মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধি হিসেবে আলকাহতানির নাম ঘোষণা করা হয়েছে।