পুলিশের গুণ্ডামি? বাংলায় এ কোন নতুন ঘটনা নয়। কিন্তু সামাজিক
মাধ্যমের জমানায় যখন এই ছবি ধরা পড়ে যায় তখন একটু হলেও খটকা লাগে। কোন দেশে বাস করছি।
আইনের রক্ষকই আইনের ভক্ষক হয়ে উঠেছে নাকি? অন্তন্ত এই বঙ্গে। প্রশ্নটা জাগল কারণ শুক্রবার
দক্ষন কলকাতা লোকসভা কেন্দ্রে প্রচার চলাকালীন বিজেপি কর্মীদের ঘিরে ধরে তৃণমূলের বাহিনী।
খবর পেয়ে পুলিশ আসে। পুলিশ কোথায় মিটমাট করবে
জমায়েত সরিয়ে দেবে? পুলিশ ব্যস্ত বিজেপি কর্মীদের চমকাতে (সাধু ভাষায় যাকে বলে ভয় দেখানো)।
পুলিশের সামনে তৃণমূলীরাও দেদার চমকালেন বিজেপি কর্মীদের।
দক্ষিণ কোলকাতা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক, অফিস সম্পাদক সহ অনেক কর্মীদের এদিন পুলিশ বিজেপি
কার্যালয়ের পাশ থেকে আটক করে লেক থানায় নিয়ে যায়। বিজেপির অভিযোগ প্রথমে জমায়েত করে তৃণমূল কর্মীরা। বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালায় তারাই। অথচ
এবং পুলিশ ধাক্কা এবং চড় মারতে মারতে সাধারণ সম্পাদক
স্নেহাশীষকে ধরে নিয়ে যায়।
ঢাকুরিয়া দক্ষিণাপন এর উল্টো দিকে মৌচাক
মিষ্টির দোকানের গলি দিয়ে ঢুকে প্রথম বা-দিকের গলির ভিতর ৬ টা বাড়ির পর দক্ষিণ
কলকাতা জেলার অফিস রয়েছে। সেখানেই এই ঘটনা ঘটে।