নিউজ ডেস্ক: লোকসভা ভোট প্রচারে নেমে এর আগে বহুবার দেবকে আক্রমণ করেছেন হিরণ। কিন্তু বিষয়টা বারবার হাসিমুখে এড়িয়ে গিয়েছেন দেব। তবে এবার আর সহ্য করলেন না। হিরণের ‘ব্যর্থ ফিল্মি কেরিয়ার’-এর প্রসঙ্গ তুলে রীতিমতো তাঁকে তুলোধনা করলেন দেব।
কারণ বহুদিন ধরেই সিনেমায় অনুপস্থিত হিরণ চট্টোপাধ্যায়। লাইমলাইট থেকেও দূরে রয়েছেন। শেষমেশ একুশের বিধানসভা নির্বাচনেই বিজেপিতে যোগ দিয়ে রাজনৈতিক কেরিয়ার শুরু করেন খড়গপুরের তারকা বিধায়ক।
অন্যদিকে দেব এবার জিতলে ঘাটালের তৃতীয়বার সাংসদ হবেন। তবে চব্বিশের লোকসভা ভোটের ফল নিয়ে তিনি আত্মবিশ্বাসী হলেও বারবার হিরণের আক্রমণে বিরক্ত তিনি। তাই এবার প্রতিপক্ষের ব্যর্থ ফিল্মি কেরিয়ার নিয়ে তোপ দাগলেন দেব।
প্রসঙ্গত, সামনেই লোকসভা ভোট। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিভিন্ন দলের প্রার্থী তালিকা। এর মধ্যে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা আসনে মুখোমুখি লড়বেন টলিউডের দুই তারকা দেব ও হিরন। সেখানে তৃনমূলের প্রার্থী দেব ও বিজেপি প্রার্থী হিরন। তাই এবার লড়াই হবে সেয়ানে-সেয়ানে। কারণ দেবের বিরোধী প্রতিদ্বন্দ্বী হিরণ চট্টোপাধ্যায়। যতই তাঁরা ইন্ডাস্ট্রির কলিগ হোক না কেন, প্রচারে নেমেই কেউ কাউকে ছেড়ে কথা বলছে না।
বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে অভিনেতা হিরণকে বিঁধে দেব বললেন, “হিরণের কোথাও সমস্যা রয়েছে। ও আমার থেকে সিনিয়র হলেও টলিউডে আমাদের দুজনের কেরিয়ারই সম্ভবত একসঙ্গে শুরু হয়েছিল। কিন্তু আমি এখন একটা জায়গায় পৌঁছে গেছি, কিন্ত ও পৌঁছতে পারেনি। তাই আক্ষেপটাই এভাবে মেটাচ্ছেন তিনি।”