আসন্ন লোকসভা নির্বাচনে হুগলীতে রচনা
বন্দ্যোপাধ্যায়কে নিজেদের প্রার্থী করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। সেই রচনারই
প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র বৃহস্পতিবার যোগ দিলেন বিজেপিতে। প্রসঙ্গত
ওড়িয়া সিনেমার জনপ্রিয় নায়ক সিদ্ধান্ত প্রাক্তন সাংসদ তথা বিজু জনতা দলের সদস্য
ছিলেন। এমনকী ২০০৯ সালে ওড়িশার ব্রহ্মপুর লোকসভা আসনে বিজেডির টিকিটে জিতে সাংসদও
হয়েছিলেন রচনার প্রাক্তন স্বামী। আসন্ন লোকসভা ভোটে তাকে প্রার্থী করা হতে পারে
বলে বিজেপি সূত্রের খবর। ২০১৪ সালেও ওই একই আসনে দ্বিতীয়বারও জয়ী হন তিনি। কিন্তু
২০১৯ সালে তিনি আর প্রার্থী হননি ওই আসনে। বৃহস্পতিবারই দিল্লিতে বিজেপির দফতরে
গিয়ে দলে যোগ দেন সিদ্ধান্ত মহাপাত্র।
ওড়িয়া ছবির সুপারস্টার সিদ্ধান্ত ওড়িয়া সিনেমার
‘মুন্নাভাই’ হিসেবেই পরিচিত। ২০০০ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা ৬ বার তিনি
ওড়িশা সরকারের দেওয়া পুরস্কারও পেয়েছেন। এক সময় বেশকিছু ওড়িয়া সিনেমায় অভিনয়
করেছিলেন রচনা। সেই সময়ই সিদ্ধান্তের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। সেই সময় জুটি বেঁধে
বহু সফল ওড়িয়া ছবিও উপহার দিয়েছিলেন তারা। এমনকী গোপনে বিয়েও করেন তারা। তবে সেই
বিয়ে বেশিদিন টেকেনি। সূত্রের খবর, রচনা
বন্দ্যোপাধ্যায়কে মেনে নেয়নি সিদ্ধান্তের পরিবার। এরপর রচনার বিয়ে হয় প্রবাল বসুর
সঙ্গে।
অন্যাদিকে বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করা
নিয়ে সিদ্ধান্ত বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ডবল ইঞ্জিন সরকার ওড়িশাতেও থাকা দরকার”। সিদ্ধান্ত ছাড়াও বৃহস্পতিবার বিজেপিতে যোগ
দেন আরও এক বিজেডি নেতা ভর্তৃহরি মহতাব। বিজেপিতে যোগদেন পদ্ম সম্মানে ভূষিত
দময়ন্তী বেসরাও। মহতাব কটক থেকে ৬ বারের সাংসদ। ১৯৯৮ সাল থেকে তিনি লোকসভা ভোটে
প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই বিজেডি নেতার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে মনে করা হচ্ছে
আসন্ন লোকসভা নির্বাচনে নবীন পট্টনায়কের দলকে এবার বড় ধাক্কা দিতে চলেছে বিজেপি।
বৃহস্পতিবার বিজেপিতে যোগ দেওয়ার পর সিদ্ধান্ত শুভেচ্ছা জানিয়েছেন রচনা
বন্দ্যোপাধ্যায়কে। প্রাক্তন স্ত্রী এবং সহকর্মীকে ‘অল দ্য বেস্ট, কনগ্র্যাচুলেশন’ বলে শুভেচ্ছা বার্তাও দেন তিনি। বিজেপি যদি তাকে বাংলার
প্রার্থী করে এই প্রশ্নের জবাবে সিদ্ধান্ত জানান, ‘রাজ্য
ছেড়ে কেনো যাব? তবে বিজেপি যদি সিদ্ধান্ত নেয় তবেই প্রার্থী
হতে পারি”।
অন্যদিকে হুগলিতে প্রচার করতে গিয়ে সিদ্ধান্ত
নিয়েও প্রশ্নের মুখোমুখী হতে হয় রচনাকে। এদিন সিদ্ধান্তকে নিয়ে রচনা বলেন, “আমার অনেক শুভেচ্ছা। তবে আমি এখন হুগলিবাসীর কথাই বলব। সেটা বাদে কে কী
করছে, তা চিন্তা করার সময় আমার নেই”। আসন্ন লোকসভা নির্বাচনে
হুগলীতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রচনাকে প্রার্থী করেছে
তৃণমূল। প্রচারে নেমে রোজই বিজেপিকে নিয়ে নানান বিতর্কিত মন্তব্য করে চলেছেন রচনা।
পাশাপাশি ভুল মন্তব্যের জন্যও সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হচ্ছেন দিদি নং ওয়ানের এই
সঞ্চালিকা। এর মধ্যেই রচনার প্রাক্তন স্বামীর বিজেপিতে যোগ দেওয়া বেশ তাৎপর্যপূর্ণ
বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। তবে সিদ্ধান্তকে কোন আসনে প্রার্থী করা হবে সে বিষয়ে
এখনও কিছু জানানো হয়নি বিজেপির পক্ষ থেকে।