নিউজ ডেস্ক: চৈত্র চলছে। কদিনের মধ্যেই হাজির হবে বৈশাখ। এরই মধ্যে ভিন্ন রূপ দেখাচ্ছে প্রকৃতি। কখনও আকাশ কালো করে বৃষ্টি হচ্ছে। কখনও আবার কড়া রোদে প্রাণ ওষ্ঠাগত হচ্ছে। বৃহস্পতিবারের পর শুক্রবার অবশ্য দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর চৈত্রের শেষ থেকেই এবার আস্তে আস্তে রাজ্যের তাপমাত্রা বাড়বে। দিন দিন ১-২ ডিগ্রি করে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। এর মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। বৃহস্পতিবারের মতই শুক্রবারও উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিনবঙ্গেও তরতর করে বাড়ছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার পুরুলিয়ার তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। কদিনের মধ্যেই তা ৩৮ ডিগ্রিতে পৌঁছাবে। একই সঙ্গে আসানসোল, বিষ্ণুপুর ও মেদিনীপুরের তাপমাত্রাও ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। ফলে মার্চের শেষেই পশ্চিমাঞ্চলের একাধিক জেলার পারদ ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে যেতে পারে।
পাশপাশি কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সকাল থেকেই শহরে আংশিক মেঘলা আকাশ। সন্ধ্যা বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শনিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দমকা ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।