ভোটের মুখে তিস্তায় বাঘা ধামাকা। জলপাইগুড়ির বাজারে জোর চর্চায় বাঘা আড়।তিস্তার গজল ডোবা এলাকা থেকে জেলে দের জালে ধরা পড়েছে বিগ সাইজের বাঘা আড়।যার ওজন এক মন বা চল্লিশ কেজির ও বেশি। তিস্তার ব্যারেজ সংলগ্ন এলাকায় দাপিয়ে বেড়ানো এই বাঘা আড় কে ধরতে গেলে সাতটি জাল ছিড়ে দেয়। একটি নৌক ও উলটে দিয়েছে বলে দাবি মৎস্য জীবীদের।জলপাইগুড়ি র স্টেশান বাজারে শনিবার নিলামে এই মাছের দাম উঠেছে ৬০০ টাকা। রবিবার ৬৫০ থেকে ৭০০ টাকা কেজি দরে মাছটিকে বিক্রির জন্য রাখা হয়েছে বলে মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন।