প্রচারে বেরিয়ে ফের মেজাজ হারালেন তৃণমূলের তিন বারের জয়ী সাংসদ
সৌগত রায়। চতুর্থ বারের প্রার্থী হয়ে পর পর মেজাজ হারাচ্ছেন সংবাদ মাধ্যমের প্রশ্নে।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর দুবার মেজাজ হারালেন সৌগত রায়। দিন তিনেক আগে দমদমের বিদায়ী
সাংসদ এক ডিজিটাল মিডিয়ার সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারিয়েছিলেন। শনিবার সকালে বিরাটিতে
ফের এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমের প্রশ্নে মেজাজ হারালেন রায় সাহেব। ধাক্কা দিয়ে সরিয়ে
দিলেন সাংবাদিকের মাইক। বললেন, “এত প্রশ্ন করবেন না।” বার বার কেন মেজাজ হারাচ্ছেন
সৌগত রায়। বিজেপি নেতা চণ্ডী চরণ রায় বলেন, “ বয়স হয়েছে তো। তার উপর যা গরম। আর পারছে
না”।
শনিবার সকালে উত্তর দমদমের নিমতা কালচার মোড়
থেকে বিরাটি ব্রিজ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রচার অভিযান চালালেন
দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায়। তার সমর্থনে প্রচারে অংশ নেন রাজ্যের মন্ত্রী
চন্দ্রিমা ভট্টাচার্য ও উত্তর দমদমের পুরপ্রধান বিধান বিশ্বাস। ধামসা মাদল থেকে
ব্যান্ড ও নৃত্যের মাধ্যমে চলে প্রচার অভিযান। প্রায় হাজার দশেক তৃণমূল কর্মী
সমর্থকরা এদিন এই শোভাযাত্রায় অংশ নেন। নিমতা কালচার মোড় থেকে শুরু করে গোটা এম বি রোড ধরে চলে এই বন্যার্ঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রার মধ্যে দিয়েই ভোটের আবেদন জানান তৃণমূল
প্রার্থী। তার সমর্থনে জনগণের কাছে ভোটের দাবি করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা
ভট্টাচার্য। সৌগত রায় জানান, “প্রচারে ভালো সাড়া পাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে মানুষ আমাদের সমর্থন জানানোর আশ্বাস দিচ্ছেন”।
ডায়মন্ড হারবারে বিরোধীরা এখনো প্রার্থী না
দিতে পারা প্রসঙ্গে বলেন, অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে
বিরোধীদের এরকম বুকের পাটা নেই।
শাহজাহানকে ইডি নিজেদের হেফাজতে নিতে বসিরহাট
আদালতের দ্বারস্থ হওয়া প্রসঙ্গে বলেন, বিষয়টি
আদালতে রয়েছে এ বিষয় কোন মন্তব্য করব না।