চোলাই মদ পাচার করার সময় শুক্রবার এক পাচারকারীকে হাতে নাতে ধরল
সাঁকরাইল থানার পুলিশ। উদ্ধার হল প্রায় ৯০ লিটার চোলাই মদ। পুলিশ সুত্রে খবর ধৃত
ব্যক্তি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির ভসরা
এলাকার বাসিন্দা শক্তিপদ ঘোষ। মোটর সাইকেলে ৯০ লিটার মদ নিয়ে যাওয়ার সময় শুক্রবার
রাত্রে গুড়িগোট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়গ্রামের সাঁকরাইলের গুড়িগোট থেকে কেশিয়াড়ির দিকে প্রায় ৯০ লিটার
চোলাই মদ নিয়ে যাচ্ছিল ওই ব্যাক্তি। গোপন সূত্র থেকে এদিন সাঁকরাইল থানায় খবর আসে
এক ব্যক্তি চোলাই মদ পাচারের চেষ্টা করছে। খবর পেতেই গুড়িগোট এলাকায় হানা দেয়
সাঁকরাইল থানার পুলিশের একটি দল। আর সেখানেই ধৃত শক্তিপদ ঘোষ কে পাকড়াও করে পুলিশ
এবং উদ্ধার করে ৯০ লিটার চোলাই মদ সহ মোটর সাইকেলটি। পাশাপশি এদিন ওই ব্যাক্তিকে
গ্রেপ্তার করা হয়। শনিবার ধৃতকে পেশ করা হয় ঝাড়গ্রাম জেলা আদালতে। ঝাড়গ্রাম
আদালতের ভারপ্রাপ্ত বিচারক ধৃত কে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। এ বিষয়ে
সাঁকরাইল থানার ওসি ধীরাজ মাহাত জানিয়েছেন, মোটর সাইকেলে
চোলাই মদ নিয়ে যাচ্ছিল, ৯০ লিটার চোলাই মদ সহ মোটর সাইকেলটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে,
ধৃত ব্যক্তি ওই মদ কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কোথায় পাচার করতে
যাচ্ছিল তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি এই ঘটনার সাথে আর কারা জড়িত আছেন তার
তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার সকালে সাঁকরাইলের গুড়িগোট এলাকার চোলাই মদের ঠেকে
হানা দিয়ে ভেঙ্গে দেন সাঁকরাইল থানার পুলিশ। গুড়িগোট এলাকায় এদিন প্রায় ২০০ লিটার
চোলাই মদ নষ্ট করে। মদ তৈরির জাব উপকরণ
৫২০০ লিটার নষ্ট করে। সাথে মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করে। যার ফলে খুশি ওই এলাকার সর্বস্তরের মানুষজন।