নিউজ ডেস্ক : রবিবারের সকাল থেকেই মাথার ওপর তেতে রয়েছে সূর্যদেব।মার্চের শেষেই হু হু করে চড়ছে পারদ। ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হচ্ছে জেলায়-জেলায়। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কলকাতা (kolkata)শহরেও অস্বস্তিকর গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে রবিবারে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। বৃষ্টি হলেও সোমবার থেকে পরিবর্তন হবে আবহাওয়ার। বাড়বে তাপমাত্রা, থাকবে অস্বস্তিকর গরম।
উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙে (Kalimpong) বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গেই কোনও কোনও জেলায় থাকতে পারে ঝোড়ো হাওয়ার জোরালো দাপট। বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ, দুই বর্ধমান সহ পুরুলিয়াতে (Purulia) বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়ায় বদল হবে আগামী সপ্তাহের শুরু থেকেই। সোমবার থেকে বৃষ্টির পালা মিটে গিয়ে চড়বে পারদ। ভ্যাপসা গরমে পরিস্থিতি বেশ অসহনীয় হয়ে উঠতে পারে।
পাশাপাশি রবিবার তিলোত্তমা মহানগরীতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা (Rainfall Forecast)। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মহানগরীতে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। তবে সোমবার থেকে কলকাতাতেও তাপমাত্রা বাড়বে।
তবে আবহাওয়ার ভোল বদলাবে এপ্রিলের প্রথম দিন থেকেই। ১ এপ্রিল, সোমবার থেকে শুষ্ক আবহাওয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ সোমবার থেকে আবহাওয়ার মেজাজ বদলাবে। ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। কলকাতায় পারদ উঠতে পারে ৩৬ ডিগ্রিতে। ফলে চৈত্রেই গরমে নাজেহাল হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গবাসীর।