নিউজ ডেস্ক: গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে দিল্লিতে রবিবার মেগা ব়্যালি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করেছে ইডি। এবার সেই গ্রেফতারির প্রতিবাদে রবিবার পথে নামছে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটের তাবড় নেতাদের দেখা যাবে এই কর্মসূচিতে।
রবিবার দিল্লির রামলীলা ময়দানে কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে সমাবেশ করবে ‘ইন্ডিয়া’ শিবির। তাতে সামিল হবেন দিল্লির সাধারণ মানুষও।
পাশাপাশি, লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের শক্তি প্রদর্শনেরও মিছিল বলা যেতে পারে এই কর্মসূচিকে। এই মিছিলের নাম দেওয়া হয়েছে লোকতন্ত্র বাঁচাও মিছিল। এই কর্মসূচিতে থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, বিহারের তেজস্বী যাদব, ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লার মতো নেতারা। এঁদের সঙ্গে থাকবেন দিল্লির শাসকদল আম আদমি পার্টির শীর্ষ নেতারা। সূত্রের খবর, জেলবন্দি মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়ালও এই মিছিলে হাঁটতে পারেন।
প্রসঙ্গত ‘ইন্ডিয়া’র মিছিলকে কেন্দ্র করে শনিবার থেকেই রাজধানীর নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। বাড়িয়ে দেওয়া হয়েছে পুলিশি প্রহরা। মোতায়েন করা হয়েছে আধাসেনাও। রাজধানীর বেশ কিছু রাস্তায় রবিবার যান নিয়ন্ত্রণ করা হয়েছে। কেজরীওয়ালের গ্রেফতারির পর থেকেই রাজধানীর রাজনীতি উত্তপ্ত হয়ে আছে। আপের তরফে প্রায় প্রতি দিনই কোনও না কোনও কর্মসূচির আয়োজন করা হচ্ছে। নেতার গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ, মিছিলে দিল্লির রাস্তা রোজ উত্তপ্ত হচ্ছে। তার মধ্যে বিরোধী জোটের তাবড় নেতাকে নিয়ে রবিবারের কর্মসূচি আক্ষরিক অর্থেই ‘মেগা’ হয়ে উঠতে পারে। সে ক্ষেত্রে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, তাই বাড়তি সতর্ক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুলিশ। রামলীলা ময়দানের বাইরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।