নিউজ ডেস্ক: ফের বাড়ির একাংশ ভেঙে বিপত্তি শহরে(kolkata)। এবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) পাড়াতেই একটি পুরনো বাড়ির কার্নিশ ভেঙে পড়ল। চেতলায় ৮২ নং ওয়ার্ডের ওই পুরনো বাড়ির কার্নিশ ভেঙে পড়ায় ইতিমধ্যেই এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। তবে বাড়িটির নীচে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।