নিউজ ডেস্ক: ভোট এগিয়ে আসতেই জমজমাট ভোট প্রচার চলছে চারিদিকে। প্রচারে অভিনবত্ব আনতে প্রতিদিনই নতুন নতুন কৌশল নিচ্ছেন প্রার্থীরা। যার উদ্দেশ্য, যে কোনও উপায়ে ভোটারদের মন পাওয়া। তেমনই রবিবাসরীয় প্রচারে নানান মেজাজে ধরা পড়লেন বিভিন্ন দলের প্রার্থীরা। সকাল হতেই যে যার লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে বেড়িয়ে পড়েছেন।
গলায় বিশাল মালা, চোখে চশমা, মাথায় পাগড়ি, মুখে হাসি। কখনও হাততালি দিচ্ছেন, কখন কোমর দোলাচ্ছেন গানের তালে তালে। নির্বাচনী প্রচারে গিয়ে বাগুইআটি নারায়ণতলায় গোপাল সেবা অনুষ্ঠানে গানের সঙ্গে এভাবেই তাল মিলিয়ে নাচলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। গোপালের প্রশংসায় পঞ্চমুখও হলেন। সৌগতকে কাছে পেয়ে উচ্ছ্বাসের ছবি দেখা গেল সাধারণ মানুষের মধ্যেও। তাঁর সঙ্গে গানের তালে কোমরও দোলালেন অনেকেই।
পাশাপাশি ‘রামলালা’কে সঙ্গী করে রবিবাসরীয় সকালে নির্বাচনী প্রচারে বের হন সুভাষ সরকার। ‘বিদায়ী’ সাংসদ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও সর্বোপরি এবারও বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার। এদিন দলীয় কর্মী-সমর্থকরের সঙ্গে নিয়ে বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যাণ্ডে অপেক্ষারত ও বাসে চেপে বসা যাত্রীদের সঙ্গে জনসংযোগের পাশাপাশি তাদের প্রত্যেকের হাতে অযোধ্যায় সদ্য প্রতিষ্ঠিত ‘রামলালা’র ছবি তুলে দেন।
অন্যদিকে সবজি বাজারেই সাত সকালে দলের নেতা কর্মীদের নিয়ে হাজির হলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। বাজারে আসা সবজি ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতাদের মাঝে বামেদের পক্ষে ভোটদানের আবেদন জানান নীলাঞ্জন দাশগুপ্ত।
বাঁকুড়ার পাশাপাশি উত্তর কলকাতাতেও(north kolkata) চলল ভোট প্রচার। কংগ্রেস (congress)প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের (pradip bhattyacharya) সমর্থনে বেলেঘাটায় ভোট প্রচার করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু(biman basu), তবে প্রচার সভা হলেও অনুমতি না থাকায় পুলিশি বাধার মুখে পড়ল বাম-কংগ্রেস মিছিল।