নিউজ ডেস্ক: ভারতীয় দাবায় ইতিহাস গড়তে চলেছেন ডি গুকেশ। ভারতের কনিষ্ঠতম ও বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার হিসাবে ‘ফিডে ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতা ২০২৪’ নামতে চলেছেন তিনি। এর আগে কোনও ভারতীয় গ্র্যান্ড মাস্টার এত অল্প বয়সে ক্যান্ডিডেটসে নামেন নি।
২০১৯ সালের জানুয়ারি মাসে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন গুকেশ। তিনি ১৭ বছর বয়সে এই প্রতিযোগিতায় নামবেন। যদি গুকেশ ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছন তাহলে তিনি হবেন বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার যিনি লড়বেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য।
১৯৫৯ সালে কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার হিসাবে এই প্রতিযোগিতায় নেমেছিলেন ববি ফিশার। তখন তাঁর বয়স ছিল ১৬। গুকেশ ১৭ বছর বয়সে এই কীর্তি করবেন। ক্যান্ডিডেটসে গুকেশের অংশ নেওয়া শুধু তাঁর ব্যক্তিগত মাইলফলক নয়, ভারতীয় দাবার ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ ঘটনা।