নিউজ ডেস্ক: জোরকদমে ভোট প্রচারে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এবার উত্তরে রাজনীতির উত্তাপ বাড়িয়ে কোচবিহারে একই দিনে সভা মোদী-মমতার। বিজেপি সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার কোচবিহারে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ওই একই দিনে কোচবিহারে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।
হাতে আর মাত্র ক’টা দিন। তারপরই ভোট উত্তরবঙ্গে (North Bengal),রাজ্যে প্রথম দফার ভোট ১৯ এপ্রিল। ওই দিন ভোট রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। আর ভোটের আগে আগামী ৪ এপ্রিল একই দিনে কোচবিহারে জোড়া জনসভা মোদী-মমতার। জানা গিয়েছে, মোদীর সভা হবে শহরের রাসমেলা ময়দানে। মমতা সভা করবেন মাথাভাঙার গুমানির হাটে।
ফলে রাজনীতির অন্দরে উত্তাপ যে বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না।
কোচবিহারে একই দিনে দুই হেভিওয়েট শোভার সূচি সামনে আসতেই রাজনৈতিক মহলে হইচই শুরু হয়েছে। প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনের অন্দরেও।
প্রসঙ্গত, ওইদিন মোদী জনতার কাছে আবেদন করবেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে জেতানোর, অন্য দিকে, মমতার আবেদন থাকবে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়াকে জেতানোর। আর জনগণের রায় জানা যাবে ৪ জুন।