নিউজ ডেস্ক : এপ্রিলের শুরুতেই ঘাম ঝরানো গরম। এখোনি নাজেহাল পরিস্থিতি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহের শুরুর দিন সোমবার রাজ্যের একাধিক জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। কয়েকটি জেলায় ঝড়ও উঠতে পারে। একই সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সোমবারের পরেও রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে।
রবিবার বিকেলে উত্তরবঙ্গ(north bengal) ঝড়ের তাণ্ডব দেখেছে। রবির পর সোমবার সকালেও জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও ঝড়-বৃষ্টির ইঙ্গিত দেখা গেল। তবে ঝড়বিধ্বস্ত এলাকায় মেঘ কেটে রোদ উঠেছে। আবহাওয়া দফতরের অনুমান, দার্জিলিং এর উচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনাও রয়েছে। আগামী দু তিন দিনে এই পরিস্থিতি হতে পারে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ কোচবিহারের বিভিন্ন এলাকায়।
অন্যদিকে দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলেও এবার চড়বে তাপমাত্রার পারদ। এপ্রিলেই পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। মাসের প্রথম সপ্তাহেই তীব্র গরমে নাজেহাল হতে পারে বাংলা।
কলকাতায়(kolkata) শনিবার আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তাপমাত্রা ও আর্দ্রতা ভোগাবে শহরবাসীকে। শনিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার(temperature) থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টি হলেও, ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা অরুণাচল প্রদেশ ও সিকিমে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্যে।