নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিতর্কিত মন্তবব্যের জেরে এবার সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিল কমিশন। সোমবার দুপুরে জানা গেল, বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গেই সেন্সরও করা হয়েছে তাঁকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে এই বিষয়ে জানানো হয়েছে বলে খবর।
জানা যাচ্ছে, ভবিষ্যতে এই ধরণের মন্তব্য থেকে দিলীপ ঘোষকে বিরত থাকার কথা বলা হয়েছে।
একই সঙ্গে কমিশন জানিয়েছে নির্বাচনের সঙ্গে যুক্ত সমস্ত নেতা-কর্মীদের সতর্ক করতে হবে। তাঁরা যেন আদর্শ আচরণ বিধি লংঘন ও কোনও মহিলার সম্মানহানি হয়, এমন মন্তব্য করা থেকে বিরত থাকেন।
চব্বিশের লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই শিরোনামে দিলীপ ঘোষ (Dilip Ghosh),সম্প্রতি নির্বাচনী প্রচারে বেরিয়ে বেলাগাম হয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন,”দিদি গোয়ায় গিয়ে বলেন গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে, আগে বাপ তো ঠিক করুন, যার তার মেয়ে হওয়া ঠিক নয়।”
দিলীপ ঘোষের এই মন্তব্যের পরই তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। তীব্র নিন্দায় সরব হয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস।
ঘটনার প্রেক্ষিতে জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট তলব করে কমিশন (ECI), জেলা শাসক রিপোর্ট পাঠানোর পর দিলীপকে শো-কজ করা হয়। তারপরেই এবার দিলীপ ঘোষকে সেন্সর করেছে জাতীয় কমিশন।
প্রসঙ্গত মুখ্যমন্ত্রীকে নিয়ে করা ‘কুরুচিকর’ মন্তব্যে দল যে দিলীপের পাশে নেই, তা স্পষ্ট করে দেয় বিজেপি শীর্ষ নেতৃত্বও। দিলীপ ঘোষকে ভর্ৎসনা করে বিজেপির শীর্ষ নেতৃত্ব। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে তাঁর মন্তব্যের জন্য দুঃখপ্রকাশও করেন দিলীপ ঘোষ। বলেন, “আমার ভাষা নিয়ে বহু লোকের আপত্তি রয়েছে। পার্টিও বলেছে, অন্যরাও বলেছে যে ভাষাটা অসংশদীয়। যদি তাই হয় তাহলে তার জন্য আমি দুঃখিত।” যদিও এর পরেও নিজের ফর্মেই রয়েছেন দিলীপ ঘোষ।