নিউজ ডেস্ক: প্রথম দফায় নির্বাচন হতে চলেছে উত্তরবঙ্গের তিন জেলায়। আর তার আগেই উত্তরবঙ্গে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়েছে। মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, শুভেন্দু অধিকারীর পর এবার ক্ষতিগ্রস্থ এলাকায় এলেন অভিষেক বন্ধ্যোপাধ্যায়। সোমবার বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি শিলিগুড়ির একটি নার্সিংহোমে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে জলপাইগুড়ির ঝড়ে আহতদের সঙ্গে দেখা করেন তিনি।