নিউজ ডেস্ক : সকাল থেকেই টের পাওয়া যাচ্ছে সূর্যের তেজ। বেলা বাড়লে বইবে গরম হাওয়া। বুধবার থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা পশ্চিমের পাঁচ জেলায়। অর্থাৎ আগামী কদিন গরমে নাজেহাল হবে দক্ষিণবঙ্গ, পূর্বাভাস আলিপুর (Alipore)আবহাওয়া দফতরের। ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৫ জেলায়।
মঙ্গলবারও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি চলতে পারে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া।
অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ফলে বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। পুরুলিয়া(purulia), বাঁকুড়া(bankura), পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের পূর্বাভাস। আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা । পশ্চিমের জেলায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। ফলে ৪০ ডিগ্রি পার হতে চলেছে বঙ্গের তাপমাত্রা।
পাশাপাশি কলকাতাতেও ৩৭ ডিগ্রি পেরলো পারদ। বইবে লু। কলকাতায় মঙ্গলবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া। বুধবার থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা পশ্চিমের জেলাগুলিতে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷আরও বাড়বে উষ্ণতা। শহরে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
সূর্যের এমন তেজে বাড়বে, সানবার্ন ও হিটস্ট্রোকের সম্ভাবনা। তাই এমন পরিস্থিতিতে দীর্ঘক্ষণ রোদে না থাকার পরামর্শ আবহবিদদের। হালকা সুতির জামাকাপড় পরা, সঙ্গে জল রাখা এবং ছাতার ব্যবহারেও জোর।