আরও একবার বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। লোকসভা ভোটের আগে বিধায়ক লাভলী মৈত্র স্বামী সৌম রায়কে সরালো কমিশন।
ডিসিপি সাউথ ওয়েস্ট সৌম্য রায় কে সরালো নির্বাচন কমিশন।
এর আগে বিধানসভা ভোটের আগেও সরিয়ে দেওয়া হয়েছিল সৌম্য রায় কে।
সৌম্য রায়কে নির্বাচনের সঙ্গে কোনভাবেই যুক্ত নয় এমন পদে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন।কলকাতা পুলিশের ডিসি সাউথ ওয়েস্ট সৌম্য রায় হলফনামায় প্রকাশ করেছেন তার পরিবারের সদস্য সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। সেই সূত্রেই তাকে বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
পুলিশ আধিকারিক সৌম্য রায় সম্পর্কে সোনারপুর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র স্বামী। সেই প্রসঙ্গই তিনি হলফনামায় দাবি করেন। তাকে মঙ্গলবার পদ থেকে সরিয়ে দেওয়ার পরে সেই পদে নিযুক্ত করার জন্য পুলিশ আধিকারিকের নাম চেয়ে পাঠানো হয় নির্বাচন কমিশনের তরফে।