নিউজ ডেস্ক : চৈত্রের এই গরমেই নাজেহাল জীবন। আগামী তিনদিন দক্ষিণবঙ্গে(South Bnegal) তাপপ্রবাহের(Heat Wave) সতর্কতা জারী করল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের ৫ জেলাতে ৩ দিন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বুধবার থেকে আরও চড়বে পারদ। ৪১ থেকে ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে তাপমাত্রা। তবে শনিবার বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে। অন্যদিকে আগামী তিনদিন বৃষ্টি হবে উত্তরবঙ্গে।
বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে(north bengal), শনিবার ফের ঝড়-বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে। আগামী তিন দিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস বলছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বেশি বৃষ্টি হতে পারে। বাকি এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে।
বুধবার থেকে তাপপ্রবাহ শুরু দক্ষিণবঙ্গে। হিট-ওয়েভ অ্যালার্ট জারি করা হয়েছে পশ্চিমের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া(weather)। আরও বাড়বে উষ্ণতা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ পাশাপাশি পশ্চিমের জেলা-বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম(jhargram) কার্যত দাবদাহে জ্বলবে।
পাশাপাশি কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে। দিনের তাপমাত্রা(temperature) বাড়বে। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও থাকবে গরমের সঙ্গে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা (kolkata) শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।