নিউজ ডেস্ক: আবারও কুমিরের (Crocodile) আতঙ্ক মালদায়। মালদার(Malda) মানিকচক(Manikchak) ঘাটে, গঙ্গা(Ganga) নদীতে কুমিরের আতঙ্ক। মঙ্গলবার বিকেলে মানিকচক ঘাট তীরবর্তী এলাকায় একটি সাত থেকে আট ফুটের কুমির দেখতে পায় স্থানীয় মানুষজন। এরপরে নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাত থেকেই মানিকচক থানার পুলিশ প্রশাসন এবং বনদপ্তরের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে।
বুধবার মানিকচক থানার পুলিশ এবং বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা মানিকচক ঘাটে মাঝি এবং নদীতে স্নান করতে আসা মানুষদের সতর্ক করে কুমিরের বিষয়ে। পাশাপাশি নৌকায় গঙ্গা নদীতে টহলদারী চালায় বনদপ্তরের কর্মীরা। নদীতে কুমির দেখা গেলে প্রয়োজনীয় সতর্কতা যাতে মেনে চলে সাধারণ মানুষজন এবং তৎক্ষণাৎ প্রশাসনের সহায়তা নয় সেই বিষয়ে এদিন বিভিন্ন রকম ভাবে সচেতন করা হয় সাধারণ মানুষজনকে। মঙ্গলবার নদীতে দখলদারি চালালেও বুধবার আর কুমিরকে নদীর উপর দেখা যায়নি। বনদপ্তর সূত্রের খবর কুমিরটি বিহারের দিক থেকে মানিকচকের দিকে এসেছে। গঙ্গা নদীতে কুমির থাকা এটা স্বাভাবিক বিষয়। মানুষকে কুমির থেকে সতর্ক করতে বনদপ্তরে কর্মীরা তৎপর রয়েছে। তবে কুমিরকে ধরে অন্যত্র সরানোর পরিকল্পনা নেই বনদফতরের।