নিউজ ডেস্ক : আবারও শিরোনামে অবৈধ নির্মাণ। নারকেলডাঙা এলাকায় একসাথে ১৪টি বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে কলকাতা পুরসভাকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট(Calcutta High Court)। একই এলাকায় এতগুলি বেআইনি নির্মাণ গড়ে উঠলেও এত দিন পুরসভা কী করছিল, এ দিন কার্যত সেই প্রশ্নও তুলেছেন বিচারপতি সিংহ।
মঙ্গলবার বিচারপতি অমৃতা সিংহ জানান, অবিলম্বে কলকাতা পুরসভাকে(kolkata municipal corporation) এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। আগামী সাত সপ্তাহের মধ্যে ওই ১৪টি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশে উল্লেখ করেছেন তিনি।
নারকেলডাঙা তল্লাটে, পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে একাধিক বেআইনি বহুতল গড়ে ওঠার অভিযোগে মামলা হয়েছিল। সেই মামলায় পুরসভার আধিকারিকদের ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। পুরসভার সেই অনুসন্ধানেই ১৪টি বেআইনি নির্মাণের কথা সামনে এসেছে।
প্রসঙ্গত, এর আগে এই এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল পুলিশ। নারকেলডাঙ্গা(narledanga) থানার ওসিকে সশরীরে হাজিরার দেওয়ার নির্দেশও দিয়েছিল আদালত। এবার ফের ওই থানা এলাকার তিন নম্বর বরোর ২৯ নম্বর ওয়ার্ডে পর পর ১৪ টি বেআইনি নির্মাণের হদিশ পেল কলকাতা পুরসভা।
যদিও কলকাতার বিভিন্ন তল্লাটে বেআইনি নির্মাণ নতুন কোনও ব্যাপার নয়। দিনের আলোয় বেআইনি নির্মাণ গড়ে উঠলেও পুলিশ এবং পুর প্রশাসনের সে সব নজরে আসে না বলেই অভিযোগ।
উল্লেখ্য , এই নারকেলডাঙা এলাকাতেই একটি বেআইনি ছ’তলা বাড়ি ভাঙা নিয়ে আদালতে পরস্পরের উপরে দায় চাপিয়েছিল কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ(kolkata police)। আর এবার সেই এলাকাতেই অবৈধ বাড়ি ভাঙতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।