নিউজ ডেস্ক : সামনে ভোট। তাই ছাড়া যাবে না এক ইঞ্চিও জমি। খনিতে দুর্ঘটনায় দুটি শ্রমিকের মৃত্যুর পর ক্ষতিপূরণ পাইয়ে দিতে আলাদা আলাদা ধর্নায় বসলেন তৃণমূল, সিপিএম ও বিজেপি নেতৃত্ব।
মঙ্গলবার ইসিএলের সোদপুর এরিয়ার চিনাকুড়ি ১/২ নম্বর কোলিয়ারিতে দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ক্ষতিপূরণের দাবিতে জেলা তৃণমূল চেয়ারম্যান তথা কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়, কুলটি বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার, সিপিএম প্রাক্তন সাংসদ তথা সিটু নেতা বংশগোপাল চৌধুরী তাঁদের কর্মী সমর্থক নিয়ে কোলিয়ারি চত্বরে হাজির হন।
প্রত্যেকটি রাজনৈতিক দলই আলাদা আলাদা করে গিয়ে বিক্ষোভ অবস্থান করে। তারা দাবি তোলেন মৃত দুই শ্রমিক পরিবারকে আলাদা আলাদা করে ১৫ লক্ষ টাকা দিতে হবে। মৃতের দুই পরিবারের কোন সদস্যকে ইসিএলে চাকরি দিতে হবে এবং যদি শিশু সন্তান থাকে তাহলে তাদের পড়াশোনার দায়িত্ব নিতে হবে। যদিও গতকালই ইসিএলের পক্ষ থেকে বলা হয়েছিল নিয়ম মাফিক ক্ষতিপূরণ দেওয়া হবে মৃত দুই শ্রমিকের পরিবারকে। কিন্তু তারপরেও চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে শুরু হয়েছে আন্দোলন। তবে রাজনৈতিক নেতৃত্বের দাবি ভোটের জন্য নয়, দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু হলে ক্ষতিপূরণের দাবিতে যৌথ মঞ্চ তৈরি করে সারা বছরই আন্দোলন হয়।
Tags: asansolasansol colliery accidentasansol minebjpCPIMtmc