নিউজ ডেস্ক : গরমে নাজেহাল বাংলা(west bengal),উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণে চলছে সূর্যের দাবদাহ। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরমে অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও দফায় দফায় ঝড়-বৃষ্টির জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটের উপর স্বস্তিদায়ক পরিস্থিতি রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের(north bengal) জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দুর্যোগ চলবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ৮ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরির প্রবল আশঙ্কা রয়েছে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর(meterological department) সূত্রে। ফলে হিট-ওয়েভ(heat wave) অ্যালার্ট পশ্চিমের জেলাগুলিতে।
উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের(north bengal) দুই পার্বত্য জেলায়। কাল থেকে বাড়বে বৃষ্টি। শনিবার ফের ঝড়-বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহ শেষের বাকি দিগুলিতেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গের ৮টি জেলায় তাপপ্রবাহের (Heat Wave) পরিস্থিতি তৈরি হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে। বেলা বাড়লেই অসহনীয় হবে গরম। পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে(jhargram) চলতে তাপপ্রবাহের পরিস্থিতি। গরমে নাজেহাল হতে পারে দুই ২৪ পরগনার মানুষজন। তবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য স্বস্তির বৃষ্টির(rain fall) আগাম পূর্বাভাস রয়েছে।
পাশাপাশি শহর কলকাতাতেও বেলা বাড়লেই ভ্যাপসা গরমে অসহনীয় পরিস্থিতি তৈরি হচ্ছে। কলকাতায় , বৃহস্পতিবার(thrusday) সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার(kolkata) পারদ। শুষ্ক ও গরম আবহাওয়া থাকবে শহরে। তবে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।